কিছু চতুর শব্দেরা আলোর পেছনে ছুটে
মজা লুটে আরোপিত কর;
মাঝরাতে ঘর্মাক্ত কবিতার শরীরে বাজনা বাজায় অতঃপর!
আজকাল সবাই সবার পর
মুখচোরা ম এর ভয়ে ঘ ও আপন আপন ঘর!


একদিন কেউ নারী ছিলো
আর কেউ ছিলো নর
এখন সবাই ইয়া নাফসি আপনার  ভেতর!


আমি চারদিকে কেবল পাখির কলরব শুনি
শুনি আগন্তুক পৃথিবীর কলধ্বনি
ধ্বংস স্তুপের মাঝেই হয়ত একদিন দেখা হবে
সেই কাংখিত ভোরের হাতছানি....!!