তবুও থেমে নেই কোনোকিছু... আ কার, ই কার
বোড়া সাপের পাঁচ পা
বরুণের দোকানের  বাকি চা
পাথরের উপর পাথর অথবা বর্ণমালার দালান ঘর!


আমি উড়ালসেতুর কথা ভাবি....
ভাবি হালের নিঝুম রাজপথ
যে একদিন মেঘের সাথে পাল্লার নিয়েছিলো শপথ!


আমি এখন অবস্থা আর দুরাবস্থার মাঝামাঝি
কার, বিকার এবং বেকারের কাছাকাছি...
তবুও কিছুতেই করতে চাইছি না দুঃখ প্রকাশ
বুঝতে চাইছি না...  
আর কেউ আপন নেই.৷ আপন কেবলই আকাশ!