ইদানিং...
মাঝেমাঝেই ঘুম ভেঙে জেগে উঠে একলা সুখ
বলতে পারো পাহাড়িকা..
আমি তখন সুস্পষ্ট দেখতে পাই এ কার চাঁদমুখ?


আমি যতোই চোরামুখে বলি সে ছিলো আমার এক ঝলক অথবা
মহাকাল থেকে সদ্য ধার করা মাত্র একটি পলক
আসলে কথা হচ্ছে, তোমাকে ভুলে থাকার এ আমার নগদ ছলনা, আমি জানি, তুমি আর কেউ নও
তুমি আমার প্রাণেশ্বরী, প্রিয়তমা বংগললনা!


যেখানে চিম্বুক মেঘের সাথে মিলিয়েছে বুক
যেখানে চান্দের গাড়ির দু'পাশেই স্বপ্ন কাড়িকাড়ি
উঁচু-নিঁচু সুডৌল পাহাড়...
যেখানে নীলগিরির নৈসর্গিক লাবণ্য আমার মতো
সর্বভুককেও ভুলিয়ে দেয় আহার; আমি সেই সুখে
একলা শোকে ভাসি বারংবার!