বছর ঘুরে দুয়ারে এলো
আমাদেরই বৈশাখ
সেই খুশিতে সবাই নাচে
লতা-পাতা, পুঁইশাক।


গাছে গাছে পাখি ডাকে
গায় বাঙালির গান
এই বোশেখে কৃষক ভায়ে
তুলবে নতুন ধান।


নগর, শহর, পাড়া সবার
বাহারি রঙের সাজ
ছেলেবুড়ো ছুটছে মেলায়
নেই যে কোন লাজ।


খোকাখুকি সবার চোখে
স্বপ্ন যে ভাই আঁকা
মেলায় মেলায় ঘুরছে দেখ
সোনার বাংলার চাকা।
-------------------