অনেকদিন থেকেই একটু একটু করে ঠাহর করছি
আমার কোনো মন নেই
যে ছিলো একদিন উদয়াস্ত, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত;
এখন সমস্ত দিনভর, রাতভর তাকে খুঁজি অনন্তর
কাটা বৃক্ষমূলে তবুও বাঁধি অচেনার ঘর
যে ছিলো একদিন একান্ত আপন, এখন সে-ই হলো পর
তবুও পর্বতের শানুদেশে হাতুড়ি চলে, শাবল চলে
কোনোদিন কেউ ভাবে না, ভাবতে চায় না পূর্বাপর!


ভাগ্যবানে তিরতির করে উঠে যায় ঝুলন্ত মাঁচার উপর
মাটির পৃথিবী হাসে, খসখসে সে হাসি
কেউ কেউ পড়ে মন্তর, আর কারো পোড়ায় অন্তর!
আমি হাসি না, হাসতে পারি না.....
আশেপাশেই ঘুরে ফিরে ব্যাঙ আর ব্যাঙাচি কালান্তর!


অতঃপর......
একদিন দেখি আমি বালক থেকে নাবালক হয়েছি
বোধের ভেতর নাস্তানাবুঁদ হতে হতে অবোধ হয়েছি
সাপের মতো আমারও লকলকে লোভের জিব আছে,
বিষদাঁত আছে;
কতো সামাল...সামাল বলেছি
কেউ শোনেনি........ কারো বর
অতঃপর একদিন অবাক জলপানের মতো চেয়ে দেখি
আপনা দেশে আমি এখন নিজেই নিজের পর......!!