একটি সার্থক কবিতা কীভাবে লিখবো...?
যখন নগদ দাম দিয়ে বেদনা কিনি
বেদনা কিনতে হয়!


এরচেয়ে বরং
কাঠ-খড়ি কুঁড়িয়ে নেওয়া ঢের ভালো
কুঁকড়ে যাওয়া জীবন যদি কিছুটা উষ্ণতা পায়!
শিঁকের চূড়ায় উঠা পারদ নেমে আসতে পারে
আদুরী বিড়ালের তুলতুলে গায়!


প্রচ্ছদ প্রজাপতি মূর্ত হোক কিংবা বিমূর্ত
যে গর্তে পড়েছে, সেই বুঝে কোমটা গর্ত
আর কোনটা মর্ত্য!
আমি বেদনা কিনতে কিনতে কোটিপতি
হতে চাই
বাজারের লাগাম থাকুক আর নাই থাকুক
আমি আমার মুখে লাগাম চাই!!