সময় এখন বাবলা গাছের মগডালে ঝুলে আছে
না ঘরকা না ঘটকা....
যে বুঝতে চায়...... সে ঠিক ঠিক বুঝে নেয়
চাপিলা মাছের ভর্তা
শিং মাছ দিয়ে হেলেঞ্চার ঝোল
টাটকা টাটকিনী মাছের কারি... আরও কতো কিছু!


আমি আমার একটা আধোয়া স্বপ্নের কথা বলি!
যে রোজ নিজের কথা ভাবতে ভাবতে সিংহল সমুদ্রের মতো
আমার কথা ভাবে... আমি তার কিছু কথা বলি!


মন থেকে যে নির্বাসিত নয়, তার আবার আকাশ-
পাতাল কী?
আমি শুয়ে শুয়ে আকাশে হাঁটি, দৌড়াই, ঘুমাই
চোখ বন্ধ করেও নদীর মতো কাউকে দেখি
নাসারন্ধ্র ছাড়াই কারো গন্ধে মাতাল হতে হই
এভাবেই বেলুনের বেলা যায়
কানের ছিদ্রপথে আরও... অন্যকারো কান ঘুমায়....!!