ভালোবাসাহীন জীবন নিয়ত কার ভালো লাগে?
যে দিন কর্ণকুহরে গেছে চলে
সেদিনকে কেউ কি সত্যিকার দিন বলে?


আমি পানকৌড়ির মতোন একবার ডুবি,
                                          একবার ভাসি
কবিতার কালো অক্ষর গুলো হজম করে
                    আমার সকল বেদনার হাসি
তবুও আমি দুইদিনের নটরাজ, জীবন ভালোবাসি!


দেনার দায়ে জর্জরিত হয়েও কেউ কি
                         আকাশ বেচতে চায়?
যার কোনো ঘর নেই
যার কোনো দুয়ার নেই
সেও কি কোথাও না কোথাও পাবে না ঠাঁই?


বলতে পারো, একটি বৃত্তের কয়টি কেন্দ্র থাকে?
হাসপাতালের মর্গে ঘুমিয়ে থাকা লাশটি কীভাবে
                                                স্বপ্ন আঁকে?
একটি মিথ্যে, তা যতো বড়ো সত্যি হঊক
তা, একটি পিঁপড়ার চেয়ে কতোটা বেশি?
গণিকা শরীর বিক্রি করে
                     খদ্দেরকে বলে না ভালোবাসি!


আমিও মুখ বন্ধ করে হাসি
হৃদয়ে তালা দিয়ে বলি, ভালোবাসি .. ভালোবাসি!