প্রথমবার প্রেমে পড়েছিলাম স্বরবর্ণ
অতঃপর...
তিথিতে তিথিতে আরও যে কতোবার প্রেমে পড়েছি
তার কোনো গাছ-পাথর নেই!


এরপর ক বর্গ, চ-বর্গ থেকে শুরু করে খন্ড ত, অনুস্বার,
চন্দ্রবিন্দু ওরাও; এইসব কিছুর বাইরেও রকমারি
প্রেমের হাতছানি আছে
আছে কানে কানে কানাকানি
দুই কি তিনবার জনে জনে জানাজানি!


হলফনামা না করেই বলতে পারি... ওদের কোনোটাই
পারিজাত হয়নি, কোনোটা অংকুরেই বিনষ্ট হয়েছে
আবার কোনোটার পাতা ছিঁড়েছে, বোটা সমেত  ফল
ঝরেছে, আবার কোনোটা শেকড় শুদ্ধ উপড়ে পড়েছে!


এভাবেই ধীরে ধীরে জীবনের  পান থেকে চুন খসেছে
কেউ কেউ রক্তচোষা জোঁকের মতো রক্তও চুষেছে
অতঃপর একদিন আমি আমার হতে শিখেছি
যে প্রেমিক কাউকে কখনও ঠকায়নি, সেই প্রেমিকের
হাত ধরতে শিখেছি।


এখন আমার কোনো টান টান নেই
এখন আমার কোনো ঠাঁই ঠাঁই নেই
প্রথম থেকে শেষ অবধি কেবলই ভালোবাসা আছে!"