দেয়ালের ঘড়িটা অযথার্থ টিকটিক করে
সত্যিকার সময়ের হিসাব সে জানে?
সে কি জানে কিভাবে সখিনা একটু একটু করে
সময়ের আগেই হাঁটতে শিখেছে?
কিভাবে নীলা হঠাত করেই আকাশনীলা?


কেউ কেউ বলতে চায় আজকাল সময়েরও
হয়েছে বুদ্ধিলোপ
ঋদ্ধিমান কাপুরুষ!
আমার সমস্ত চিলেকোঠা জুড়ে সুর্য উঠে
ওখানে কেবল আলো মন্দিভুত হয়, অন্দরমহল
আলোকিত হয় না!!


আজকাল কেবল হাত দিয়ে হাত বাঁধা পড়ে
গতর দিয়ে গতর
নিয়তবাঁধা কে বাঁধবে গো অন্তর দিয়ে অন্তর...?