এতোদিন পর যে নিত্য ছাড়ে আপন ঘর
সে যেনো স্বর্গীয় লাবণ্যের ছিঁটেফোঁটা পায়
আমার উঠোনের মাঝ বরাবর,
কামিনী ফুলের যে গাছটি অনেকদিন হয়...
কেবল নাচে আর গায়
সে যেনো আর বেঁচে নাই..... বেঁচে নাই ..!!


কেউ ভাবতে পারো ....
একদিন সাধের কামিনী ফুল, হবে সর্বৈব ভুল
শেকড় ছিঁড়ে শিখর ছোঁয়ার পর
ভুলে যাবে আমার লাবণ্যহীন বৃক্ষের মূল?


মাঝপথে পার হয় কতো কতো রুপের নগর
ইট, পাথর, ঢালাই লোহার তৈরি দালান ঘর
মাছির চোখ ঘুরানোর মতো কিঞ্চিৎ সময় পর
কে জানতো সে নিত্য হবে আমার পর!!


আমি চেয়ে থাকি.... ছেঁটে ফেলা মাথায় চুল
ক্ষমা করো, যদি গো হয় কিছু বেসামাল ভুল
তবুও তুমি, আমার প্রাণের স্বামী..
আমি অধম..আর কতোটা হতে পারি নির্ভুল!!