আরশিতে সবকিছু দেখি...
গাছ, পাথর, বালি, কাঁকর দেখি
অন্যের দোষ দেখি
দোষের  দোষ তাও দেখি
মণ্ডু-মাথা, ব্যাঙ, ব্যাঙের ছাতা
কেবল নিজেকে দেখিনা!


কবিতার ওড়া দেখি
গল্পের ছল দেখি
জনতার ঢ্ল দেখি
কল্কির নল দেখি
আমাজানের দাবানল তাও দেখি
কেবল নিজেকে দেখিনা!


রাত্রির নীরবতা দেখি
পৃথিবীর গভীরতা দেখি
সারাদিনের খুনসুটি দেখি
অধরাকে ধরতে দেখি
শ্রুতিসীমার পরিসীমা তাও দেখি
কেবল নিজেকে দেখিনা!!