যেভাবেই হোক যে সবসময় চলতেই থাকে
কখনও বসে থাকে না ক্ষেতের আল, মুখরা রমণীর গাল
এভাবেই একদিন যে ছুঁয়ে দেয় মরণ
তাকেই কিনা আমরা বলি যাপিত জীবন!


আমি রঙধনুর কথা ভাবি....
আকাশের বুকে সে যেনো এক করোনার টীকা
এসো রিহার্সাল করি জীবনের গীত
সাপের খোলসের মতো বদলে দিই নিজেকে
একতারার সুরে বেজে উঠুক জীবন সংগীত!