আসন্ন শীতে আমার কোনো শব্দের যোগাড়-যন্ত্র নেই
বুকের ভেতর মাঝে মাঝে দু'একটি মৃত টিকটিকি হাঁটে
একবার বলতে চাই, আর দশবার করে পিছিয়ে যাই....


"তুই কি আমার কাঁথা হবি?
ডুবসাঁতারে পাড়ি দিবি....রাতের সমুদ্দুর?
পাহাড় কাটার গন্ধ নিবি
সোনার চামচ মুখে দিবি... হাসবে যে রৌদ্দুর!


আমি শকুনের মতোন দূরবীণ চোখ বন্ধ করে হাসি..
তবুও গ্রীষ্মের চেয়ে আসন্ন শীত আমি বড় ভালোবাসি!
তবুও বলি ...তুই কি আমার আধেকখানি শীত নিবি
নাকি সবার মতোন তুইও তেলা মাথায় তেল দিবি?
--------------------------------------