কিছু প্রেম দেনা করে হলেও কিনতে চাই
এই যেমন একটি ভালো বই...
একজন ভালো মনের সই;
অন্ধকার রাত্রিতে জোছনার হাট, যে দীঘিতে
জোছনা সিনান করতো; সেই দীঘির
শান বাঁধানো ঘাট.... !
লোকে আমায় পাগল বলে..  যতখুশি বলুক
তবুও আমি যথার্থতা বজায় রেখে চলেছি
বজায় রেখে চলবো.. বাহ্যিক ফিটফাট!!


ধূলিকণারা ওড়ে ওড়ে সুডৌল পর্বত হয়,
পর্বতমালা হয়, তবে কি ভোগ আর উপভোগ
ওরাই  চক্রবৃদ্ধি জীবন?
এভাবেই কি ফুরিয়ে যাবে দুশমন্তের আয়োজন?


আমি ভাবি একটু অন্যরকম.....
প্রেম যখন কঠিন শিলা হয় অথবা গ্রানাইট
পাথর....
মনে রেখো, তখন আতর লাগে না আতর!!