দিনশেষে রৌদ্র-ছায়ার কী অদ্ভুত চোরা খেলা
নিষিক্ত প্রহরগুলো পালাই পালাই করে বাঁচে
তবুও কবিতার মতো দরদী কেউ কিছু শব্দ যাচে!


কিছু কিছু কলি এখনও মুখ ফসকে ফুল হয়
ফুল, ফসল আর ফসিলের ডিএনএ লিখে রাখে
গণকবর ছেড়ে উঠে আসে জোড়ায় জোড়ায়
কপোত-কপোতী... রাজসাক্ষীর বিভ্রম চোখ দ্যাখে
ইতিহাসের কাঠগড়া থেকে মুক্তি পায়নি যৈবতী!


তবুও প্রেমের নামে চলছে শাসন আর দুঃশাসন
গণকবর থেকে কেউ একজন উচ্চস্বরে ঘোষণা
করে অভিশপ্ত অভিশংসন!
তবু্ও উঠতি বাজারে থেমে নেই পুঁজিবাদী শোষণ!