আমি ভাবতাম জীবন শুধুই একটা কবিতা
কিছু শব্দ আর বাক্য জোড়াতালি দেবো
আর পূর্ণিমা চাঁদের মতো
হি হি হি করে হেসে উঠবে ভোরের সবিতা!


এখন দেখি তাবিজ, কবজ, একতারা, দোতারা
কতোকিছু লাগে; নুন আনতে পানতা ফুরোয়..
আলু, পটল ওরা সবাই  ফুঁসতে থাকে রাগে!


এখানেই শেষ নয় পান থেকে চুন খসার কাহিনী
পিছু পিছু ধাওয়া করে বিশাল পিপীলিকা বাহিনী...
এভাবেই একদিন তুই থেকে হয়েছিলে তুমি
এখনও কি ভুলতে পেরেছি তোমার বাঁকা চাহনি?