গতকাল লেখা যে কবিতাটার প্রসবোত্তর বেদনা
এখনও শেষ হয়নি, আজ তার গুটিকয়েক হাঁটুভাঙা
শব্দ হাউমাউ করে কাঁদতে কাঁদতে এসে বললো,
ও কিছুই হয়নি....
এখন বালিশের অনেক কদর হয়েছে
রুমে রুমে বালিশ সাপ্লাইয়ের অনেক আদর হয়েছে
কবি, তুমি কবিতা লেখা ছেড়ে দাও
মনোহর, মনোহরা বালিশ তৈরিতে লেগে যাও!


আমি কিছুই বুঝতে পারিনি
বুঝতে পারার মতো এতোটুকুন আক্কেল আমার নেই
ছিলোও না কোনোদিন....
তবে এতোটুকুন শুধু বুঝতে পেরেছি হাত,পা,শিংবিহীন
বালিশের কাছে আমার বেড়েছে কিছু  ঋণ!!


আমি জানি,
বালিশের মতোন সে  ঋণেরও কোনো হাত-পা নেই
তবুও সবার মাথার উপর ঝুলছে একটি কুকঠিন
শব্দাঞ্জলি
"পরিশোধ"
আমার বেশিকিছু চাওয়ার নেই, আমি কেবল চাই.....
বালিশের হাত-পা- শিং গজানোর আগেই জেগে উঠুক
আমাদের বিলুপ্ত প্রায় বোধ!!