অনেকবারই তো বলেছি এবার তুমি বাতিল বাক্সে যাও
কোনোদিন কথা শোনোনি
কোনোদিন কথা শোনতে চাওনি!


দেখছ না.... শব্দের পাঁচকান, বাক্যের ঘরামি...
অথচ একদিন ওরাও তো ছিলো বেশ নামি-দামি!


আর এখন কেবল হাজার রাতের ইনসমোনিয়া রোগ
ধুঁকছে..  ভুগছে
নামফলকটিও যেন ভুলতে চাইছে একশকোটি শোক!


আবারও বলি এসব জোড়াতালি
আমার কর্ম নয়.... তুমি বরং বাতিল বাক্সেই যাও
সাথে কিছু সাগুদানা,
ল, সা, গু এবং গ সা গু ওদের নিয়ে যেও
পথে থেকেই পথ ভুলে গেলে ওদের চিবিয়ে চিবিয়ে
খেয়ে নিও!!