বিন্দুর কথা ভাবি...
সেও একদিন সিন্ধু হয়
যেমন করে মুক্তবর্ণেরা সৌদামিনী বাক্য হয়!'


তবুও দু' একটি বেকুব শব্দ মাঝেমধ্যে বিদ্রোহ করে
ধমকের স্বরে ছবক দেয়
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি---
বিন্দু বিন্দু জলের কোপানল!


হেরেমের ভেতর রেহেম আর কতোকাল?
আজকে যে শিশু সে-ই যুবক আগামীকাল!!