বৈশাখি রে বৈশাখি
আর হোস না কাল
তোর কারণে কাটে না
গরীব-দুখীর কাল।


মুহুর্মুহু বাজ যে পড়ে
বহে দমকা হাওয়া
কৃষক কাঁপে থরথর
হয় না খাওয়া-দাওয়া।


এই বুঝি আকাশ জুড়ে
জমলো কালো মেঘ
কিষাণী যে ক্ষণে ক্ষণে
হারাচ্ছে রে আবেগ!!


বৈশাখি রে বৈশাখি
আর হোস না কাল
বিরই ধানের পিঠা খেয়ে
ফোলাবে খুকি গাল।
-----------------------