প্রেমহীন জীবনও যুগপৎ হেসে উঠতে চায়
অতিথি শালার অর্বাচীন সুরা তাদের সুরক্ষা কবজ হয়
যে বৃক্ষের ডাল বেদনার ভারে নুয়ে পড়ে
সেই বৃক্ষ কি কোনোদিন কেটে ফেলে তারে?


এখন  বাস্তব আর অবাস্তবের মুখোমুখি দাঁড়াবার কেউ নেই
সবাই গলদঘর্ম আছে
লেজুড়বৃত্তির চমতকার পরিচর্যা আছে
আমি জানি, বংশপরম্পরায় নদীও একদিন নারী হবে
শরীরে শরীর ঘষতে ঘষতে ধূমায়িত আগুনের শিরোনাম হবে!


আমি কবিতার শরীর ছুঁয়ে অরণ্য রোদনের সুখ অনুভব
করি
জ্বালানি আর ফুয়েলের মাঝামাঝি খুঁতহীন কিছু একটা
খুঁজি
এই শীতের শেষার্ধ অন্ততঃ বসন্ত হোক
আস্তাকুঁড়ের দুর্গন্ধ জেগে উঠার আগেই আমাদের বোধ
জেগে উঠুক!