অন্ধ যেমন এদিক সেদিক ঘুরায় ছড়ি
আমারও যে ভাই ছড়া লেখার হাতেখড়ি।


তবুও দেখি আমাদের এই রুপের ঢাকা
চরকা কাটা ক্যাসিনোতে উড়ছে  টাকা।


টাকা তো নয় যেনো ভাই গোলাভরা ধান
ফাঁকে ফাঁকে হাওয়ায় উড়ে ছন্দমধুর গান।


এই গানেতে বালু নাচে, নাচে বিড়াল ছানা
টাকার মোহে অন্ধ যারা তারাই আসল কানা।


এই কানারা হাতে দেখে, চোখে দেখেনা
এই কানারা সব পারে, টাকা ছাড়ে না!!