সময়ের চোখে মাখা আছে আর্তের কাজল...
জ্বর-জারিতে আক্রান্ত দন্ত্য, ওষ্ঠ, নখ
দেউলিয়া হয়েছে রংগিনীর মা, তবুও মিটায় শখ!


ফোঁড়া-ফাড়া হবে ভেবে দেদার নিয়েছে লোন
আলো আর আঁধার আঁকড়ে বাঁচে ভাই-বোন
ছমির শেখ চেঁচিয়ে বলে, শোন ওরে শোন...
সকালে যে কোটিপতি বিকেলে তাঁরও মাগতে
হতে পারে নুন!


রংগিনীর মা'র চোখে ঝকঝকে লেন্সহীন উভতল
কাঁচ; ছমির শেখ আবারও চেঁচিয়ে বলে,
মোমের নিচে নাচ তোরা...যতখুশি নাচ..নাচ..!!