বেদনাকে আর কিছু বলিনি, বলতে পারিনি..
যেখানে বসে আছি সেখানেই বসে আছে রেললাইন
বসে আছে মূষিক বস্তিঘর
যে ছিলো আমার পাস্তুরিত কালের অজৈব রসায়ন
আজ কিনা সেই হলো পর!


এখন আমার সাথে তার নেই কোনো সন্ধি
তবুও ওতেই যেন আমি গণিকার মতোন বন্দি
তবুও অচল সমুদ্রকে নেহায়েত ডেকে আনি
সেই উড়োচুলো মেয়েটির সাথে করি কানাকানি!


ছেঁড়া মেঘটি এখন আর আমায় চিনে না
কেবল আসে রুপকথার উড়োচিঠির বাতান
আমিও কম না, আসছে ইদে তার জন্য...
কিনে রেখেছি একটি নগদ কবিতার কাতান!