ছেঁড়া বৃষ্টির আওলা মাথার ঠিক ঠিকানা নেই
ষোড়শী প্রেমিকার মতোন লুকোচুরি খেলে
ধরা দেবে কি ধরা দেবে না.. বুঝার আগেই
সে নিজেকে নিরবে লুকিয়ে ফেলে!


এ যেনো ঠিক ঠিক তোমার সেই মুখরা মুখ
এই রাগ করে... এই হাসিতে ফেটে পড়ে
আর এভাবেই খুঁজে নেয় জোনাকি পোকা সুখ!


ঝিঁঝিঁ ডাকা স্নাতক সন্ধ্যাগুলোর বেহাল দশা
তবুও  সেই একই রকম আছে পথের রেশ
আর এখন কতো বন্ধ্যা সন্ধ্যা কীর্তন গেয়ে যায়
কেবল ছেঁড়াবৃষ্টির চুপকথায় নেই কোন আবেশ!!
-----------------------------