আজ আর কোনো ফটোসেশন নেই..
সবখানেই কেবল প্রবল প্রবোধ
আসন্ন শীতের আগেই যেভাবে বরফ জমতে শুরু করেছে
কে বলবে না, আমি মানেই এক নির্বোধ!


আজকাল কেবল কাল আর আকাল
খ্যাতির চুড়ায় চুলপড়া ঢেঁকুর-- ওরাও নাকাল
ঝুলি ভর্তি বড় বড় বুলি
আমিও কম যাই যাই না কপচিয়ে কপচিয়ে
মুখ ও মুখোশ খুলি...!!


দেনার দায়ে আগে একবার আকাশ বিক্রি
করেছিলাম, এখন আর করবো কী...?
যে মনোরমা রুপ দেখে প্রেমিক হয়েছিলাম
সে রুপ এখন কেবলই ছিঃ ছিঃ ছিঃ...!!