ফকফকা রোদে ঠাডা পড়ার মতোন অদ্ভুত আচমকা
স্বাধীনতা চায় ছকিনার মাও
বিকৃত ভাষ্যে চেঁচিয়ে বলে, আমাকে স্বাধীনতা দাও!


খিদের জ্বালায় জ্বালানি শেষ না হওয়ার স্বাধীনতা
নিঃসৃত পাচক রস অটোমেশনে বন্ধ করার স্বাধীনতা
ছাওয়াল-পাওয়ালের হা মুখ সেলাই করার স্বাধীনতা
সোয়ামির বেধড়ক পিটুনি থেকে বাঁচার স্বাধীনতা...
মাথার উঁকুন রাক্ষসদের না খাইয়ে মারার স্বাধীনতা!


কেউ তার কথা শোনে না...
সবাই কেবল বিবস্র সভ্যতার মাদুলি পরে সদর্পে হাঁটে
যেই ঘরে তেল আছে, সেই ঘরে তেল নিয়ে যায়
যেই পালে হাওয়া আছে, সেই পালে হাওয়া লাগায়
আন্ধারঘরে চান্দের লাগি খুকখুক কাশে ছকিনার মায়!
-----------------