সে অনেকদিন হয়... অনেক..অ নে ক দি ন.........
যেকরেই হোক আমি তারে ভুলে আছি
অথবা
যে কারণেই হোক সেও আমাকে ভুলে আছে...!!


যেভাবে পাথর  দিনের পর দিন পথকে ভুলে থাকে
যেভাবে মন হররোজ মননকে ভুলে থাকে
যেভাবে কবি একদিন কবিতাকে ভুলে যাবে
যেভাবে কবিতাও একদিন কবিকে ভুলে যাবে
আমিও ঠিকঠাক সেভাবেই তাকে ভুলে আছি
অথবা সেও আমাকে ভুলে আছে....!!!!


অথচ গল্পটা জমাটবদ্ধ হয়ে ওঠার কোনো একদিন
আগে কেবল কপালের  চশমাটা ভুল ছিলো
স্বপ্নগুলো সব ঠিকঠাক শীতের সবজির মতো
তরতাজা ছিলো
খালি চোখে দেখা সবকিছু কেমন সহজ ছিলো
পাহাড়টাকে তখন অন্যকিছু নয়; পাহাড়ই মনে হতো
লিকলিকে লম্বা সড়কটাকেও তাই
আর এখন দুই ইঞ্চি খালটাকে কেবলই আমার
কুমির কুমির মনে হয়!!
যে সড়কপথে ঠেলাগাড়ি ঢুকানোর জায়গা ছিলো না
এখন অনায়াসেই সেপথে রাজহস্তী চলে যায়!
তবুও....
সবাই সর্বৈব অন্ধের মতো কেবল চেয়ে চেয়ে থাকে,
এমন কি ইতিহাসও........!!!