অনেকদিন হয় ঝিনুক দেখি না, শামুকও...
তবুও আজকাল পঁচা শামুকে পা কাটে.....
হাত কাটে।
হৃদয় কেটেকুটে রক্তের নদী হয়....
ওরাও আজকাল ইতরপ্রাণির মতো কথা কয়!


আগে মুক্তোর খুঁজে রনিয়া বিলের চিল হয়েছি
আর এখন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি.......
সবাই মানুষ....
এক মানুষ করে আরেক মানুষের কবিতা চুরি!


হৃদয়ের কাঁটাতার ভেংগে যে করে হৃদয় চুরি
সে কি তবে চোর নয়?
মধ্যরাত্রির দেয়াল ভেদ করে যে আমার সাথে
বাঁকা চোখে কথা  কয়..
সেকি তবে কোনো সার্থক কবিতা নয়........?.?