পাহাড় কাটতে কাটতে একদিন মানুষ হয়েছিলাম
কখনও সমাহিত জলের তোয়াক্কা করিনি
অথচ এখনও বেশ মানুষ আছি.. পাথর মানুষ!


ফুটপাতে ওরা কারা হেঁটে যায়...?
হাঁটতে হাঁটতে মাটির গায়ে চাঁদের কলংক রেখে যায়
সাঁই সাঁই করে কয়েকটি বুলেট এদিক-ওদিক তাকায়
অতঃপর গুড়ুম গুড়ুম শব্দে স্বাধীনতা লজ্জা পায়!


সংখ্যার বিচারে অংক কষে দ্রৌপদীর পঞ্চ স্বামী
পাহাড়, পাথর, জল জাত বিচারে কে বেশি দামি..?
এভাবেই একদিন সবকিছু হারিয়ে যায়
এভাবেই সবকিছু দাগ রেখে মুছে যায়...!!