যে কথাটি অনেকদিন অনেকবার বলতে চেয়েছি..
অকালবার্ধক্য রাত্রির মধ্যপ্রহরের ব্যথা
যখন নক্সায় বন্দি নক্ষত্রেরাও বানপ্রস্থে চলে যেতে চায়
সেইসব বেদনা বিধুর কাব্যগাঁথা!


অবশ্য আষাঢ়ের বৃষ্টির মতো ঢাক ঢাক গুড় গুড়ও
কম করিনি; একবার ভেবেছি...
শরীরের পবিত্রতা দরকার
আরেকবার ভেবেছি,  না আত্মার পরিশুদ্ধি দরকার
কে জানতো...
এসব ভাবাভাবির গ্যাঁড়াকলে বন পুড়ে হবে ছারখার!


এখন আমি না ঘর আর না ঘটকা
সীমান্ত যুদ্ধরত সৈনিকের মতো জীবন চক্রে আটকা
তবুও.... চলছে এই বিজন বন
প্রয়োজনের দুনিয়ায় আমরা সবাই কেবল একা..
অন্ধকারের আশেপাশে কেউ থাকতে চায় না...
কেউ নাই; তথাপি
টাটকা শাক-সবজির মতোন চিত্রনাট্য সাজাতে চাই
সাজিয়ে রাখতে চাই.....!!