একটি তাঁরছেঁড়া দলিত ভাবনা হলকুমের
কাছাকাছি এসে বারবার ফিরে ফিরে যায়
উগড়াইতে পারি না কোনোমতে.........!!


যে জন্মকুকুর সে কি কোনোদিন মানুষ হয়?
সেদিন পাঁজিতে দেখেছি,
এরসাথে মানুষ কুকুরের কোনো পার্থক্য নয়!


যার মুখ এবং বুক কোনোদিন মিলে না
কথা এবং কাজ একে অপরকে চিনে না
তবুও যে নিজেকে দাবী করে শতাব্দী মানুষ
আমার কি তবে নেই, একটুকরো হুশ....?


কতোবার নিজেকে বলেছি খামোশ, খামোশ
তবুও আশার একশিখা প্রদীপ জ্বেলে রেখেছি
তবুও  রুক্ষ পাথরে জলের কথা ভেবে এসেছি
কে জানতো.....?
অলঙ্কৃত দুরাচার যে...
কুকুরের লেজের মতো চিরকালিক বাঁকা সে!!