ধ্রুবঃ
আজকাল তোমার চুলের গন্ধ পাই না
বাতাসে আতশি কাঁচ উড়ে


তারাঃ
তোমার ভালবাসা বোধহয়
নিঃশেষের পথে যাত্রা শুরু করেছে তাই।


ধ্রুবঃ
ভুল চোখে আকাশ দেখছো প্রিয়া
ভালোবাসার নিঃশেষ নেই।


তারাঃ
আকাশে মেঘের আনাগোনা
সেখানে কী আর স্বপ্ন যায় বোনা?


ধ্রুবঃ
তুমি বোধহয় জানো না,
মেঘে মেঘে ঘর্ষণ হয়,
আর সে ঘর্ষণে আগুনের মতো ফুলকি বের হয়!
বলো দেখি, সে কি তবে প্রেম নয়?


তারাঃ
একদিন তো হয়েইছিল তুমুল আবেগের ঘর্ষণ
প্রেমের ক্রমাগত বর্ষণ।
আমি তো মুমূর্ষু প্রেম এর কথা বলছি।


ধ্রুবঃ
ওভাবে ভাবছো কেনো?
জানো না, প্রেমের মরা জলে ডুবে না!
প্রেমকে জাগিয়ে তুলতে হয়
সে নিজে জ্বলে না!!


তারাঃ
যে তুমি  ঘরের কোণে হাসনাহেনার ঘ্রাণ পেতে না,
অথচ দূরের তারার চুলের ঘ্রাণ পেতে।
সেই তুমি এখন তোমার নিঃশ্বাসের দূরত্বে থাকা তারার চুলের ঘ্রাণ পাও না!
তো...... আর কিভাবে ভাববো বলো?


ধ্রুবঃ
চলো, চলো... চলো ওগো  সখি
চারাগাছে জল দেওয়ার মতো
আমরাও প্রেমের যত্ন করতে শিখি।


তারাঃ
যা শিখিয়েছি সব ইচ্ছে ভুলে আবার শিখতে চাও
পারবো না আমি আর,
এক আকাশ আবেগ নিয়ে তুমি সূর্যের কাছে যাও।
গলে যাক সব জড়তা, সব দ্বিধা
বাড়ে যদি তবে তব প্রেমের ক্ষিধা।


__________সমাপ্ত___________