একটা প্রেমপত্র এককল্প বছরে লিখেছিলাম
অতঃপর ছিঁড়ে যেতে লেগেছে এক ন্যানো সেকেণ্ড
অথবা তারচেয়েও কিছুটা কম ......!!


সম্পর্কের গতিসূত্র আবিষ্কার করতে যাবো...
আমি এতোটা আক্কেল অথবা বেকুব নই....
শুধু এতোটুকু বলতে পারি, যে সম্পর্ক যদি, তবে,
তথাপি; এসব আঁকড়ে বাঁচে, এ কোনো সম্পর্ক নয়
এ কোনো কবিতা নয়!!


এই যেমন পাখির সাথে জলের সম্পর্ক অথবা
মাছের সাথে আকাশের সম্পর্ক এমনতর!
তবুও অস্বীকার করছি নে, ভালোবাসা হলো হালের
বলদের মতো....আস্তে হাঁটলেও দোষ
জোরে হাঁটলেও দোষ...আবার না হাঁটলেও দোষ!
---------------------