ছোট ছোট কিছু কথাও বড় বড় ব্যথার কারণ হয়
ভালোবাসা লেপ্টে থাকা বড়ো ব্যথাও তেমন কিছু নয়!
আমি সমুদ্রের নীল বেদনা রাশির কথা বলছি না
আমি মুদ্রাদোষে বিকলাংগ হওয়া কিছু সময়ের কথা বলছি।


ছেঁড়াদ্বীপের মতো কিছুকিছু ছেঁড়া ভুল আজকাল আমাকে
প্রায় প্রায় কিশোর প্রেমিকের মতো উত্যক্ত করে.....
স্পষ্ট দিবালাকে পথে-ঘাটে শার্টের কলার টেনে ধরে
সে জানে না, আমি আর অঘ্রাণের সোনালি ধান নেই
জানে না, সাহিত্য আড্ডার মধ্যমণি হয়েও কীভাবে
আমি একা হই, একা রই....!!


তবুও আমি বুক বরাবর বিশ্বাস করতে চাই......
পৃথিবীর কোনো মানুষই ভুল নয়
যেমন কোনো সাগরের জল আবেহায়াত নয়
যেমন কোনো বালিয়ারি.. কিশোরীর নাকের ফুল নয়!!


তবুও গরম মুদ্রার মতো আমি সমুদ্রকে খুউব ভালোবাসি
তবুও আমি উত্তরাধিকার সূত্রে একজন জৈবিক চাষী!!