কার, আকার, বিকার এবং শিকারের কথা ভাবি.....
চলনে-বলনে ওরাও কারো চেয়ে কম নয়
একজন একহারা গড়নের হলে আরেকজন দোহারা
তবে কি এসবেই বন্দি হয়ে আছে এই সময়ের
আসল চেহারা?


অতঃপর আমিও চেয়ে থাকি নির্বিবাদ-অলস
আজকাল যেদিকেই তাকাই কেবলই খোলস!


একদিন আগুনে রুম পুড়ে ছিলো
এখন কথায় কথায় বসন্ত পুড়ে, ফাগুন পুড়ে,
যেদিন কথার খোঁচায় মচমচে চিঁড়ে ভাজা হবে
সেদিন কি এখনই এসেছে  আমাদের অন্তপুরে.....?


সত্যিই কি কবিতা একদিন বিপ্লবের ঝাণ্ডাবাহী ছিলো?
আমি উত্তম পুরুষ যেমন নই
তেমনি নই মধ্যম কিংবা তৃতীয় পুরুষ
আমিই সেই কবি...যার কবিতার প্রতিটি বর্ণ, শব্দ
চেঁচিয়ে চেঁচিয়ে ঘোষণা করছে " কবি তুমি কাপুরষ"! "