অতঃপর দেখি...
অগভীর অরণ্যে সিংহের গর্জন শোনার মতো
রাত্রির নীরবতা ভেংগে একটি কবিতা সমুদ্র থেকে উঠে আসে
উঠে আসে আমার কাছে....
তার চোখে ছানি পড়েছে
তবুও সে ইতিহাস খুউব খুউব ভালো বুঝে!!


সাপ আর নেউলের গল্পটি একটু আগেই আমার
পড়া শেষ হয়েছে
এখন সিংহ মামা সদল বলে হাঁটে ছাতা হাতে
রৌদ্দুরে.....
বৃষ্টিতে .........!!


মূহুর্তেই কিষাণীর বুকের ধুঁক ধুঁক থেমে যায়
বলে, বাবারে তুমি ভালা থাকলেই আমরা হগলে ভালা থাকি!
লজ্জায় আমার কান এতোটুকু লাল হয়নি
তবুও কেন জানি বলতে পারিনি,
মাগো, আমিই তোমার সূর্যসন্তান মধ্যস্বত্বভোগী..........!!