এক বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই দেখি
ঘরের দোচালার উপর একফালি কড়া রোদ
ঝুলন্ত টবে কে জানি কবর দিয়েছে আজন্ম
লালিত ঘুঙুর বোধ!


বিষন্নতায় জেগে উঠে এক এক করে সব পাপ
কে জানে অন্ধকার আর কতো দীঘল হবে
কে মুছে দিয়ে যাবে সূর্য দীঘল বাড়ির অভিশাপ?


ভুত-প্রেতে আমার তেমন আস্থা-অনাস্থা নেই
টাকি মাছের ভর্তা, জালি কুমড়োর ভাজি বড়ো
শখ..মাঝেমধ্যে আনমনে খুঁটাখুঁটি করি নখ
অফমুডে ভাবি মাস শেষে
বরাবর আমার ঘুরপাক কেন সেই একই ইতিবৃত্ত
তবে কি আমি-ই এই গ্রহের সবচেয়ে বড় দুর্বৃত্ত?