আজ এখানে নিরাক পড়েছে
তেমনি নিরাক এর আগেও পড়েছিলো
যেদিন ফুলেরা ফুটার জায়গা পায়নি
সেদিন ভুলেরাই  ফুল হয়েছিলো!


যেদিন ছাগলের গাল বড় হলো
সেদিন কবিও লজ্জায় হলেন লাল
কে জানে কার পাপে এসেছে ফিরে
এই না করোনার কাল!


পিক হোক কিংবা অফ পিক হোক
আমরা সবাই আমাদের মতো
যার আঁতে ঘা হয়েছে সে-ই জানে
কোনটা ক্ষত আর কোনটা অক্ষত!


হাতের চেয়ে যখন আঙুল বড় হয়
ডিমের চেয়ে বড়ো হয় মাছ
ডালপালাও যেদিন মূল ছাড়িয়ে যায়
ঠিক সেদিনই সার্থক হয় গাছ...!!