কিছু বেহায়া ইচ্ছা বারবার ফিরে ফির আসে
আঁতুর ঘর......
তুমি যতোই আমাকে ধুরধুর করো, আমি কিন্তু
একবারও বলিনি তুমি আমার পর!.


আমি জানি, জল বেঁধে রাখা যায়
এও জানি, মন বেঁধে রাখা কতোটা ভীষণ দায়!


তবুও আমার এসব কিছুর কোন পরোয়া নাই
খতিয়ান বই ... রেওয়ামিল
ওদেরও আমি দিতে শিখেছি গোঁজামিল!


বলতে পারো, এরপর আর কী থাকে  বাকি?
আমি জানি, পৃথিবীর সব সাগর যে মোহনায় মিলেছে
সেই হলো তোমার দুটি আঁখি!