প্রতিটা দিন গত অথবা নিহত হয়
আমি পানিশূন্য পিপার কথা ভাবি
ঘর, ঝড় এবং জড়ের কথা ভাবি!


কোনোকিছুই আমাকে আর আগের মতো স্পর্শ করেনা
শরীরের চামড়া মোটা হয়েছে নাকি মনের পর্দা?
কোনোকিছুই ঠাহর করতে পারি না
কেবল......
বুঝতে পারি গেরুয়া শাড়িতে ঢাকা পালকির মতো চোখ
খোলা রাখা আর বন্ধ করার মাঝে কোনো পার্থক্য নেই
যেদিন মুখ আর জবান আলাদা হয়েছে,এদিন বুঝি সেই!


তবুও গতানুগতিক চলছে বিরল বিল আর ঝিল
কেবল
জীবন আর জীবন যুদ্ধের মাঝে নেই কোনো মিল!