কিছু দুঃখ পরাজিত হবে এমন আশা রোজই বুনি
একদিন সেই আশারা লতার মতোন জবরদস্ত হবে
যেভাবে বাবুই এর বাসা বড় হয় ঠিক ঠিক সেভাবে!
আমি জানি সমুদ্রে যতোই ফেনা হোক.. একদিন
না একদিন তীরে আসবেই! আমাদের রোজনামচার
কষ্টগুলো ঝিরিঝিরি বাতাসে ঘুঁচবেই.......!!


আবার সকালটা আগের মতোন সকালের মত হবে
আবার বিকালটা আগের সেই বিকালের মত হবে
কেবল থামবে না আমাদের এইসব যাযাবর কাল
তবুও আবার কালের চাকায় ঘুরবে লাঙলের ফাল!


এতকিছুর পরেও তবু আমার দুই চোখ দূরবীন হয়
সহজেই দেখতে পায় অচিন হালদা নদীর বাঁক
আমি জানতে চাই মানুষগুলো আর কবে মানুষ হবে?
কেউ জানেনা মাথার উপর কখন ডাকবে দাঁড়কাক!
-----------------------------------