অবশেষে যখন বৈধতার ঘোষণাপত্র যেখানে- সেখানে
ওড়াওড়ি করছে
তখন আমিও জোরকদমে ভিড় ঠেলেটুলে এগিয়ে যাচ্ছি
বাজারে বাজারে চুড়ি আর ওড়নার দাম কেমন বেড়ে গেছে!


শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে বড় বড় বর্ণমালা
খচিত কবিতার জয়গান দেদারসে বিক্রি হচ্ছে
ওঝার কারিগরী
সাপ- নেউলের জলকামান যুদ্ধ থামাতে বেশ কাজে লেগেছে!


যে অশত্থ গাছটির গতকাল প্রথম জন্মদিন গেছে
সেও জানে  হাজার বছর পর
আবার একদিন জেগে উঠবে এই ঘুমন্ত শহর; তখন এখানে
আবার কিছু বিচ্যুত বর্ণমালা ভিন্ন সুরে একই গানের পুনরাবৃত্তি করবে
দর্শক, শ্রোতা, ভাইবোনেরাও সেই আগের মতোই চুড়ি
পরে হাততালি দিবে!!!