যেদিন জলে জোয়ার আসে সেদিন তাবিজ-কবজ কুলোয় না, একবার ভেবে দেখো..
নিয়ত আর নিয়তির মাঝে কোনো ফারাক নেই..
একদিন শিশু ছিলাম যেই, আবারও শিশু হবো সেই!


মাঝখানের ফোয়ারাটা যেনো আমার নয়..আমার
ওপর আছর করা ভুত কিংবা প্রেত; তবু্ও আমি
কালের কাহন; ডুবসাঁতারে এগিয়ে চলেছি অনভিপ্রেত!


কে জানে না.. হিম থেকেই জন্ম নিয়েছে হিমালয়
কে জানে না.. দৌড়ঝাঁপ যতই করি না কেন. ফিরতে
হবেই আপন আলয়!
তবুও সর্বত্র ছড়িয়েছে ছিটিয়ে আছে আমার আমি
কে জানে না.. ভাগাড়ে ফেলে আসা উচ্ছিষ্টের চেয়েও
আমি আরও বেশি... আরও বেশি কমদামি..!!