লক্কড় ঝক্কড়  বাসে বসে আকাশ-পাতাল করি
চারপাশে নিরবচ্ছিন্ন  কুয়াশার ঢাল
তবে কি এমনি করেই কেটে যাবে
আমার প্রিয় পৃথিবীর তাবত ভালোবাসার কাল?


হিম হওয়া হাতের আঙুলে মুদ্রিত হয়
পুঁটিমাছের প্রাণ, খড়ের গাদায় লেপ্টে থাকে
চকাচকির গান;
তবুও ইসরাফিলের দ্বিতীয় শিংগায় টনক নড়ে
মুখোমুখি দাঁড়াবার!
অথচ আজও জানার ফুরসত হয়নি কে আমার
অথবা আমিই বা কার?


তবুও প্রদীপের তেলেসমাতি থেমে নেই
থেমে নেই জীবন সমুদ্রের অলিখিত অধিকার
অথচ আমরা সবাই জানি,
প্রদীপের নিচে কেবল অন্ধকার আর অন্ধকার!