একটি রাতের পর যখন আরেকটি রাত্রি আসে
তখন কেউ কেউ কেউকেটা হয়
রাত এবং রাত্রির ব্যবধানে কতো নদী পাহাড়  হয়
কতো কতো পাহাড় আকাশ হয়!


কারু পরান পোড়ে, কারু পরান পুড়ে না!!


জামানা এখন আর কিছুতেই রাতবিরেত বুঝে না
উলংগ উড়াল সড়কে সাবধানী পেরেক ঠুকে,
খালি খালি পেরেক ঠুকে
তবুও শরীরের মিশ্র ভগ্নাংশ শীৎকারের মতো চরম
আদিম সমার্থক শব্দ খুঁজে.....!


কারো কিছু আসে যায়, কারো আসে যায় না!


সমস্ত ঘর ভরা আলোর ঘর, তবুও সবাই পর
জামানা এখন  
পিঁপড়ের ভয়ে কুকুরের লেজ গুটানোর মতোন-।।