অনেকদিন হয় হাঁড় হা ভাতে জোঁক দেখি না,
জোঁকের মতো কিছু মানুষ দেখি
গাড়িতে, বাড়িতে, পথে- প্রান্তরে,
নামীদামী শপিং মলে, বরুণের চায়ের স্টলে!


আমি কবিতায় ডারউইনের কথা বলি
বানর থেকে মানুষ
হাত, পা, চোখ, মুখ, কিছু চেতনা, চিন্তন  সবকিছু
তাহলে জোঁক?
জোঁকের মতো মানুষ? মানুষেরা?
আমি কবিতায় কিছু বন্য স্বভাব বিশিষ্টদের কথা বলি!


তবুও জোঁক ঢের ভালো আছে
একজন আরেকজনের রক্ত খায় না
মানুষ সবকিছু খায়.....বালি, পাথর, কাঁকর!
একজন আরেকজনের রক্ত খায়
সমাজের রক্ত খায়
এমন কি রাষ্ট্রও রেহাই পায় না!


আমি কবিতায় হুক্কার পোড়াজল আর লবণের কথা বলি!!