আজ কোনো কবিতা লিখিনি, লিখবোও না
শব্দ ঘষলেই পাথর ঘষার মতো আগুন জ্বলে
সেই আগুন থেকে বজ্রবৃষ্টি হয়
ভূমিকম্পের সম্ভবনাও সৃষ্টি হয়!

তবুও একটা কথার কথা... না বললেই নয়
আগুন-জলের সম্পর্ক যেমন কারো অজানা নয়
তেমনি
জল আর মলের সম্পর্কও কারো  অজানা
থাকার কথা নয়!!
যে জলে জীবন লুকানো থাকে
সেই একই জলে মরণও আত্মগোপন করে থাকে!


কিছু মানুষও তেমনি মল মিশ্রিত জলের মতোন
বাতাস থেকে যেমন দুর্গন্ধ আলাদা যায় না
তেমনি ওদেরকেও সহজে সনাক্ত করা যায় না!!