গাদা গাদা কষ্ট বগলদাবা করে থমকে দাঁড়িয়ে আছে...
যে ক্লান্ত, পরিশ্রান্ত, উদ্ভ্রান্ত  পথিক
কোন এককালে তারই বিশেষায়িত নাম ছিলো পৃথিবী!
এখন তার কোনো নাম নেই
কেবল গাল ভরা আহত চিৎকার আছে
আমার কাছে কেনো জানি মনে হয়, এ কোনো চিৎকার
নয়... ধর্ষিতার আর্ত শিৎকার!


একদিন ক থেকে যেভাবে উৎপত্তি হয়েছিলো কবিতার
ঠিক সেভাবেই উৎপত্তি হয়েছে করোনার
হয়ত কোনো একদিন সেভাবেই উৎপত্তি হবে করুণার!


অতঃপর.....
আবারও শোনা যাবে মানুষের অহংকারী পদভার
তখন হয়ত আবারও জন্ম নেবে
করোনার চেয়ে আরও ভয়ংকর অসমাপ্ত কবিতার!